বাংলা সিরিয়াল

‘দেখে নিলাম রূপসাগরে মনের মানুষ!এতো সুন্দর এটা স্টার জলসায় এলে বিগ ব্লকবাস্টার হতো”রূপ সাগরে মনের মানুষের প্রথম পর্ব দেখে দর্শক কী বললেন?

সান বাংলায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক রূপসাগরে মনের মানুষ। এই ধারাবাহিকের মূল থিম হলো সৌন্দর্যটা রূপ দিয়ে বিচার করা যায় না,সৌন্দর্যটা অন্তরের বিষয়,তাই ভালোবাসাটা অন্তর থেকে আসে, কাউকে দেখে বা কারোর বাহ্যিক রূপ দেখে আসে না। সেই কারণে এই ধারাবাহিকের নায়ক অভিরূপ গোলুমোলু এবং তথাকথিত নায়ক চরিত্রের বাইরে তার ফিগার। তার চরিত্রটাও একটু ফানি আর immature । তার চেহারা নিয়ে সবাই মজা করলে সে রেগে যায় এবং ছোটবেলাতেই সে বলে বড় হয়ে সে সবচাইতে সুন্দর মেয়েকে বিয়ে করবে। অন্যদিকে এই ধারাবাহিকের নায়িকা পূর্ণা,যার নাম আসলে অন্নপূর্ণা-সে তার বাবার স্বপ্নকে পূরণ করতে চাই আইপিএস অফিসার হতে চায় কারণ তার বাবা তাকে বলেছে, পুলিশের চাইতেও আইপিএস অফিসারের পদ অনেক বড়। এই পদের অনেক সম্মান আর দায়িত্ব। অন্যদিকে পূর্ণার ছোট বোন বোবা, তবে পূর্ণা তার মনের সব কথা বুঝতে পারে। ধারাবাহিকের প্রথম এপিসোড দেখে বেশিরভাগ দর্শকই পজিটিভ রিভিউ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“দেখে নিলাম রূপসাগরে মনের মানুষ
এতো সুন্দর প্রেজেন্টেশন আর বি.জি.এম কোনো কথা হবে না আর সবার অভিনয় এতো ভালো বলার অপেক্ষা রাখে না , ফর সিওর এটা স্টার জলসায় এলে বিগ ব্লকবাস্টার হতো ”

কারোর কথায়,“রূপসাগরে মনের মানুষ review

Finally দেখে নিলাম রূপ সাগরে মনের মানুষ সিরিয়ালটি ; দারুণ প্রেজেন্টেশন আর দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং সাথে আছে SVF এর বেস্ট BGM ; এক কথায় সব দিক দিয়ে অসাধারণ হলো প্রথম এপিসোড

প্রথম ১৭ মিনিট পূর্ণা আর রূপের ছোটবেলার স্কুলের কাহিনী দেখানো হয় ; তারপর গল্প এগিয়ে যায় ১৩ বছর যেখানে দেখানো হয় পূর্ণা আর তার পরিবারকে ; মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূর্ণা ; পরিবারে আছে তার বাবা-মা আর বাক প্রতিবন্ধী ছোট বোন গুনগুন ; এদের নিয়েই সুখী পরিবার পূর্ণা’র

পূর্ণা’র বাবা একজন কনস্টেবল যার কারণে যে কেউ তাকে যেমনভাবে ইচ্ছা কথা বলে ; এতে তার খারাপ লাগে এমনকি পূর্ণারও ; তাই পূর্ণা চায় IPS officer হতে যাতে তার বাবা কিংবা তার পরিবারকে কেউ যা তা শুনাতে না পারে

নায়কটার অভিনয় ভালো ; হয়তো এই চরিত্রে উনাকে কাস্ট করার এটাই মূল কারণ ; আর হিরোটাকে দেখে মনে হলো একটু immature টাইপের ; সিরিয়ালে হিরোটাকে এতোটাও খারাপ লাগছিল না দেখতে ; ভালোই লাগছিল”

Related Articles