লোকে দেখুক আমাদের দু বোনকে কি কি করতে হয়! বুট পড়ে ঘুরতে বেরিয়ে একগাদা ফোস্কা পরেছে ঐন্দ্রিলার পায়ে, ধরে ধরে ব্যান্ডেজ লাগাচ্ছেন সুদীপ্তা
দেখতে দেখতে ৩১ বছরে পা দিলেন ঐন্দ্রিলা সেন(Oinsrila Sen)। ৩১ মার্চ ছিল তার জন্মদিন। তবে অভিনেত্রীর জন্মদিনে একটু স্পেশাল ভাবেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী(Bidipta Chakraborty)। পোস্ট করেছেন অভিনেত্রীকে নিয়ে এক মজার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে নতুন জুতো পুড়ে বেশ সমস্যায় পড়েছে ঐন্দ্রিলা।
যাচ্ছে ঐন্দ্রিলার পায়ে ফোস্কা পড়ে তিনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন। আর একটুও হাঁটতে পারছেন না। আর তার ওই ফোস্কায় ব্যান্ডেজ লাগাচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী(Sudipta Chakraborty)। আর এই পুরো ঘটনাটা ভিডিও করেছেন সুদীপ্তার বোন বিদিপ্তা। কারণ সেখানে তার গলা শুনেই বোঝা গিয়েছে।
অভিনেত্রীর উদ্দেশ্যে তিনি বলেন,’ আরো একবার বল কি হয়েছে’? তখন ঐন্দ্রিলা ক্যামেরার দিকে তাকিয়ে বলেন,’ বুট পড়ে বেরোনোর পর আমার শুধু ফোসকা পড়তিছে। একটার পর একটা শুধু ফোসকা পড়তিছে’। তবে ভিডিও ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে সেটি দেশের কোথাও নয়। বরং বিদেশেই ঘটনাটি ঘটেছে।
কোন কারনে হয়তো শুটিং করতে গিয়ে তারা একসঙ্গে বাইরে বেরিয়ে ছিলেন। তখনই এমন ঘটনা ঘটে। বিদিপ্তা আবার মজা করে লিখেছেন,’ লোকজন দেখুক আমাদের দুই বোনকে একজনের জন্য কি করতে হয়! এটি আপনার জন্মদিনের উপহার ঐন্দ্রিলা সেন’। ভিডিও আসতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন,’ সত্যি ভালোবাসা আর যত্নের চাইতে বড় উপহার কি হতে পারে’। আবার কেউ বলেছেন,’ কপাল কপাল সবই কপালের দোষ’। এছাড়া অভিনেত্রীকে শুভেচ্ছা। ভরিয়ে দিয়েছেন বহু ভক্ত।
জানা গিয়েছে অভিনেত্রীর জন্মদিনে অঙ্কুশ ঐন্দ্রিলাকে ‘এ’ লেখা একটি হীরের লকেট দিয়েছে। আর অভিনেতার মা শাড়ি এবং গয়না উপহার দিয়েছে। খুব দ্রুত মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলার পরবর্তী ছবি লাভ মেরেজ। আপাতত সেই ছবির প্রচারেই ব্যস্ত এই জুটি।