টলিউড

‘একজন সফল অভিনেত্রী হলেও কতো সাধারণ ভাবে জীবন যাপন, এই গুণ টাই ভালো লাগে’ – ভবানীপুরের মল্লিক বাড়িতে বাণী বন্দনা! বাড়ির মেয়ে কোয়েল নিজে উপস্থিত, অভিনেত্রী প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের একমাত্র মেয়ে তিনি। তবে নিজের দক্ষতায়, নিজের সামর্থে টলিউডের নিজের নাম তৈরি করেছেন এই অভিনেত্রী। সেই প্রথম দিন থেকে আজ অবধি তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। এখনো পর্যন্ত কখনো কারোর সাহস হয়নি অভিনেত্রী সম্পর্কে কোনো প্রকার নোংরা মন্তব্য করার।

তবে বর্তমানে অভিনেত্রীকে খুব বেশি একটা কাজ করতো দেখতে পাওয়া যায় না। খুব বেছে কাজ হাতে নেন তিনি। মোটকথা বেশিরভাগ সময়টা এখন তিনি স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকেন। তবে এতসব কিছুর মাঝেও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই অ্যাকটিভ তিনি। বিভিন্ন সময় নিজের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখতে পাওয়া যায় তাঁকে।

ঠিক যেমন এইবারেও করলেন। কিছুদিন আগেই গিয়েছে বসন্ত পঞ্চমী। বাঙালির ঘরে ঘরে পালিত হয়েছে সরস্বতীর আরাধনা। তেমনি প্রত্যেক বছরের মতো এবারও মল্লিক বাড়িতে অর্থাৎ রঞ্জিত মল্লিকের বাড়িতে পালিত হয়েছে সরস্বতী পূজা। বাড়ির দালানেই দেবী সরস্বতী এবং প্রথম পূজ্য বিনায়ক অর্থাৎ গণেশের পুজো সম্পূর্ণ হয়।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখতে পাওয়া গেল স্বরস্বতী মূর্তির ডান দিকে রয়েছে প্রথম পূজ্য বিনায়কের মূর্তি। সম্পূর্ণ সরঞ্জাম দেখে বোঝা যাচ্ছে ততক্ষণে পূজোর সম্পূর্ণ হয়ে গিয়েছে। মূর্তির সামনে সিঁড়ির ওপর বসেই ছবি তুলেছেন অভিনেত্রী। এইদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা ও হলুদ রঙের একটি শাড়ি। তার সাথে ম্যাচিং করে ব্লাউজ। খোলা চুল। কপালে লাল টিপ। দেখে মনে হবে একেবারে নো মেকআপ লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন তিনি।

ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা’। অভিনেত্রী এই সাদামাটা জীবন যাপন বেশ পছন্দ করছেন দর্শক। এত বড় অভিনেত্রী হবার পরেও তাঁর কোনো রকম অহংকার নেই। খুব সুন্দর মতো গুছিয়ে বাড়ির পুজোর কাজ সামলান তিনি। তাঁর অনুরাগীরা কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। যেমন একজন নেটিজেন কমেন্ট করেছেন, ‘একজন সফল অভিনেত্রী হলেও কতো সাধারণ ভাবে জীবন যাপন, এই গুণ টাই ভালো লাগে’।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Related Articles